উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- দক্ষিণ নয় উত্তর চাই দীর্ঘ কয়েক বছরের দাবিতে আবারো আন্দোলনে নামলেন চারটি মৌজার গ্রাম বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার
ইটাহার ব্লকের চারটি মৌজার বাসিন্দারা
জানা গেছে ইটাহার থানা থেকে ডিল ছোরা দুরত্বে কুরমানপুর, বেচপুকুর, ভবানীপুর ,দশমত চারটি মৌজার কয়েক হাজার সাধারণ মানুষ থানা ইটাহার, জেলা উত্তর দিনাজপুর সামান্য দুরত্ব হলেও জেলার কাজে বালুরঘাট যেতে হয় একশো কিলোমিটার।
দীর্ঘ ১৯৯৩ সাল থেকে রাস্তা অবরোধ সহ নেতা মন্ত্রী দের জানানো এমনকি মুখ্যমন্ত্রীর নজরে আনা, হাইকোর্টে কেস করে আন্দোলন করে চললেও প্রপ্তন বিধায়েক বিধায়ক অমল আচার্য্য আমলে পাশ হলেও এখনো কার্যকর হয়নি। ফলে মঙ্গলবার আবারো কুরমাপুর এলাকায় চারটি মৌজার গ্রাম বাসিন্দারা ও ছাত্র ছাত্রীরা ৩৪ নং জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখান ১০ টা থেকে ১২ টা দুই ঘন্টা।
ইটাহার থানা সহ জেলা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে । পথ অবরোধের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসে ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস। অবশেষে দীর্ঘ দুই ঘন্টার পর জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।