পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় স্বামী সত্যানন্দ যোগ মন্দিরের বাৎসারিক অনুষ্ঠানে যোগ দিলেন সুকান্ত মজুমদার ও হীরন চট্টোপাধ্যায়। পাঁশকুড়ার ভবতারিণী মন্দির থেকে ধর্মপুর পর্যন্ত পদযাত্রায় অংশ গ্রহণ করবেন সুকান্ত মজুমদার ও হিরন চট্টোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ধর্মপুরে স্বামী সত্যানন্দ যোগ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে যোগ দিলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পাঁশকুড়ার ভবতারিণী মন্দির থেকে পায়ে হেঁটে পদযাত্রার মাধ্যমে আশ্রম পর্যন্ত পৌঁছলেন সুকান্ত মজুমদার এবং হিরন চট্টোপাধ্যায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা মাথায় নিয়ে মঞ্চে এসে রাখলেন সুকান্ত মজুমদার। তারপরে মঞ্চে উঠে বক্তব্য রাখেন তিনি। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব নিয়ে তিনি বক্তব্য রাখেন মঞ্চ থেকে। এদিন শুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমে কোন মুখ খোলেন নি। তবে হিরন চট্টোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গ খুব তারাতারি অভিশাপ মুক্ত হবে ভগবান রামচন্দ্রের আশির্বাদে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে,নাম না করে তৃণমূলকে এভাবেই...