আবদুল হাই,বাঁকুড়াঃ- প্যারাগ্লাইডিং করার সময় প্যারাসুট থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল তরুণ বায়ুসেনার। সূত্র মারফত খবর আজ সকাল দশটা নাগাদ পানাগড় বায়ু সেনা ছাওনিগে প্যারাসুটে চাপে ঐ বায়ুসেনা। যান্ত্রিক গলযোগের কারণে কোন কারণে সে ডিট্র্যাক্ট হয়ে যায়। আজ সকাল ১১ টা নাগাদ বাঁকুড়া জেলার বড়জোড়ার ঘুটগড়িয়ার কাছে একটি বেসরকারি কারখানার সামনে স্থানীয় বাসিন্দারা প্যারাসুট সহ ওই আহত ব্যক্তিকে দেখতে পায়। তড়িঘড়ি স্থানীয় বড়জোড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহত ওই বায়ুসেনা কর্মীকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবার পরে চিকিৎসকেরা থাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে খবর মৃত ওই বায়ু সেনা কর্মীর নাম চন্দ্রকা গোবিন্দ (৩১) এবং তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।