হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের মানিকোড়া হাই স্কুলের ও কানর্তুকা অঞ্চের কানর্তুকা বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকল্পে পরিষেবা নিয়ে বসেছে দুয়ারে সরকার।

0
163

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–-পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয়েছে দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে বুধে বুধে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে । সেই মতো অবস্থায় হবিবপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বুধবার হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের মানিকোড়া হাই স্কুলের ও কানর্তুকা অঞ্চের কানর্তুকা বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকল্পে পরিষেবা নিয়ে বসেছে দুয়ারে সরকার। এই দুয়ারে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জয় জোহার, কৃষক বন্ধু, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষী ভান্ডার সহ বিভিন্ন পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই দুয়ারে সরকারে আবেদন করতে পারবেন। তাই এদিন এই দুয়ারে সরকার শিবিরে পরিদর্শনে আসলেন রাজ্য তরফে আসলেন পি মোহন গান্ধী, মালদা জেলাশাসক নিতীন সিংঘানিয়া ,হবিবপুর ব্লকের বিডিও সুপ্রতিক সাহা সহ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা । জেলা শাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এখন পর্যন্ত জেলায় বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার শিবির চলছে।এদিন ঐ দুয়ারে সরকার শিবিরে জেলা জেলাশাসক মহিলাদের হাতে বিভিন্ন প্রকল্পের সংস্কার পত্র তুলে দেন।এছাড়াও কোন সমস্যা হচ্ছে মানুষের কাছে শুনেন।