অবিলম্বে ইট ভাটা চালু ও ইঞ্জিন ভ্যানওয়ালাদের হয়রানি বন্ধের দাবীতে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ সিপিএম এর শ্রমিক সংগঠনের ।

0
148

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা :- প্রশাসনের টালবাহানায় এলাকার বন্ধ হয়ে থাকা ইট ভাটা চালু ও ইঞ্জিন ভ্যানওয়ালাদের অযথা হয়রানি বন্ধের দাবীতে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল সিপিএম এর শ্রমিক সংগঠন সি আই টিইউ। আজ বিষ্ণুপুরের হাঁড়িঘাট থেকে মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান সিটু কর্মী সমর্থকরা। সেখানে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান তাঁরা।

বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৫২ টি ইটভাটা। এই ইটভাটা গুলিতে সবমিলিয়ে প্রায় দশ হাজার শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত। প্রশাসনিক টালবাহানায় সেই ইটভাটাগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও লাভ হয়নি। ফলে কর্মহীন অবস্থায় বসে রয়েছে প্রায় দশ হাজার শ্রমিক। অন্যদিকে বিভিন্ন নদী নালা খাল বিল থেকে বালি সংগ্রহ করে অসংখ্য ইঞ্জিন ভ্যান নির্মান কাজের জন্য বালি সরবরাহ করে বিষ্ণুপুর শহরে। অভিযোগ সম্প্রতি বিভিন্ন অজুহাতে সেই ইঞ্জিন ভ্যানওয়ালাদের হয়রান করছে পুলিশ ও প্রশাসন। অবিলম্বে ইট ভাটাগুলি পুনরায় চালু ও ইঞ্জিন ভ্যানওয়ালাদের হয়রানি বন্ধের দাবীতে আজ মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ দেখায় সিটু। দাবীপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।