গ্রামবাসীদের অনুরোধ পেয়েই রাস্তার শিলান্যাস করলেন সভাধিপতি।

0
235

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রামবাসীদের অনুরোধ পেয়েই রাস্তার শিলান্যাস করলেন সভাধিপতি। দিনকয়েক আগে নকশালবাড়ির নেহাল জোতে প্রধানমন্ত্রী গ্রামীণ রাস্তার কাজ দেখতে এসে দীর্ঘদিনের রাস্তা না হ‌ওয়ার অভিযোগ পান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। সেদিন জনগনের অনুরোধ পেয়েই দ্রুত রাস্তা করার আশ্বাস দিয়েছিলেন সভাধিপতি। বৃহস্পতিবার নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার নেহাল জোতে ৪০০ মিটার রাস্তার শিলান্যাস করলেন সভাধিপতি। শিলিগুড়ি মহকুমা পরিষদের আর্থিক অনুকূলে ৬লক্ষ ৫৭ হাজার টাকা ব্যয়ে এই রাস্তার শিলান্যাস করা হল। উপস্থিত ছিলেন মনিরাম প্রধান গৌতম ঘোষ সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। পরে সভাধিপতি জানান গোটা মহকুমা জুড়ে উন্নয়নের কাজ হচ্ছে। মহকুমায় ১৩কোটি টাকায় পথশ্রী ও রাস্তাশ্রীর কাজ শিলান্যাস হয়েছে। পাশাপাশি নকশালবাড়ি সহ মহকুমার বড়োবড়ো রাস্তার কাজ আগামী দিনে হবে। সভাধিপতিকে জানিয়ছ রাস্তার কাজ এত তাড়াতাড়ি হবে তা ভাবতে পারেনি বলে স্থানীয় বাসিন্দা নিমাই ভাওয়াল জানান।