দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নির্বাচনের আগে হাতজোড় করে ভোট চেয়ে জয়ী হতেই চেহারা পাল্টে যায় পঞ্চায়েত প্রধান থেকে সদস্যদের। বছর পার হতে না হতেই বাড়ি গাড়ি। অসৎ উপায়ে অর্জিত অর্থে বড় বড় ব্যবসা করে নিজের সম্পত্তি বৃদ্ধির ঘটনা আকছার চোখে পড়বে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির আবহে গা ভাসিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত যখন পঞ্চায়েত প্রতিনিধিরা। সেখানে দাঁড়িয়ে উল্টো চিত্রের দেখা মিললো বালুরঘাটের ৫ নম্বর ভাটপাড়া পঞ্চায়েতে। রাজ্যের শাসক দল তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত প্রধান একেবারে সাদামাটা। রোজ বাড়ি থেকে পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছাতে তার একমাত্র ভরসা একটি সাইকেল। জন সেবার পাশাপাশি সংসার চালাতে ইঁট ভাটায় কাজ করেন পঞ্চায়েত প্রধান মুকুল বর্মন। সময় করে নিজেদের জমিতেও চাষাবাদ করেন মুকুল বাবু। গ্রামবাসীদের সুবিধার্থে অফিসের সিল প্যাড নিজের সঙ্গেই রাখেন। শংসাপত্র সহ যাবতীয় কাজ নিজের কাজের ফাঁকেই সম্পন্ন করেন তিনি। তবে নিজের মোটর সাইকেলে চড়ার ইচ্ছে তারও রয়েছে। সৎপথে উপার্জনের অর্থেই নিজের ইচ্ছে পূরণ করতে চান তিনি।
Home রাজ্য উত্তর বাংলা জন সেবার পাশাপাশি সংসার চালাতে ইঁট ভাটায় কাজ করেন পঞ্চায়েত প্রধান মুকুল...