নিজস্ব সংবাদদাতা, মালদা:–-ভারতীয় জনতা পাটীর ৪৪ তম প্রতিষ্ঠা দিবস রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।১৯৮০ সালে ৬ এপ্রিল ভারতীয় জনতা পাটী প্রতিষ্ঠা হয়।বৃহস্পতিবার ৬ এপ্রিল ভারতীয় জনতা পাটীর ৪৪ তম প্রতিষ্ঠা দিবস।আজ মানিকচক ব্লক ভারতীয় জনতা পাটীর প্রধান কার্যলয়ে যথাযোগ্য মর্যাদার সাথে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।এদিন উপস্থিত ছিলেন দক্ষিন মালদা জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,মালদা জেলা যুব মোর্চা নেতা সৌরভ রজক,সৌরভ পোদ্দার সহ অনান্যরা।এদিন প্রথমে দলীয় পতাকা উওোলন এবং মাল্যদানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করা হয়।
এবিষয়ে দক্ষিন মালদা জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল জানান,আজ গোটা রাজ্য জুড়ে এবং প্রতিটি বুথে বুথে ভারতীয় জনতা পাটীর তরফে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে।১৯৮০ সালে ৬ এপ্রিল ভারতীয় জনতা পাটীর প্রতিষ্ঠা হয়।তারই সাথে আজ আমরা মানিকচক ব্লক বিজেপি প্রধান কার্যলয়ে প্রতিষ্ঠা দিবস পালন করলাম।