ষষ্ঠতম দুয়ারে সরকার শুরু হল সাঁকরাইল ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের।

0
255

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকারের এক অনবদ্য প্রকল্প । এই প্রকল্পে সাধারণ মানুষরা বিডিওয় গিয়ে তাদের বিভিন্ন অভাব অভিযোগ আর জানাতে হয় না অর্থাৎ নিজের এলাকাতেই বা পঞ্চায়েতের অন্তর্গত নির্দিষ্ট এলাকায় ক্যাম্পের মাধ্যমে বিডিওর পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকরা আসেন সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের এই চিন্তা ভাবনা ব্যাপকভাবে সাড়া পাওয়ায় অবশেষে ষষ্ঠতম দুয়ারে সরকার আবার চালু হলো বিভিন্ন পঞ্চায়েতে। তেমনি সাঁকরাইল ব্লকে বৃহস্পতিবার তিনটি পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হল। মানিকপুর,দক্ষিণ সাঁকরাইল এবং সারেঙ্গা। এই সকল পঞ্চায়েতের অন্তর্গত নির্দিষ্ট এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হল। কয়েক হাজার সাধারণ মানুষ এই ক্যাম্পে তাদের নিজেদের অভাব অভিযোগ এবং দরখাস্ত জমা করলেন। বৃহস্পতিবার ক্যাম্পে ভিড় ছিল চোখে পড়ার মতন। অন্যান্য ক্যাম্পে তুলে নায় এই ক্যাম্পের বিশেষত্ব ছিল। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে ১ এপ্রিল থেকে চলবে ১০ই এপ্রিল পর্যন্ত। সরকারি নির্দেশ মতো ১১ই এপ্রিল থেকে ২০এপ্রিল এর মধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়া সকল অভিযোগ এবং সাধারণ মানুষের কাজ সম্পন্ন করতে হবে। তাই অন্যান্য বারের দুয়ারে সরকার ক্যাম্পের তুলনায় এবারে ক্যাম্পে ভিড় ছিল বেশ ভালো এমনই জানালেন সারেঙ্গা পঞ্চায়েতে প্রধান মৃদুলা বাছার। স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, স্বল্প সঞ্চয় প্রকল্পের বই সহ বেশ কিছু সুযোগ সুবিধা প্রকল্পে সাধারণ মানুষের ভিড় ছিল বেশ ভালই জানালেন পঞ্চায়েত প্রধান।