পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সারা রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিজেপির প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে বিজেপির নেতৃত্বরা মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কিন্তু এক অন্য চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় যেখানে দেখা গেল সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হচ্ছে বিজেপির প্রতিষ্ঠা দিবস। সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিজেপির পতাকা লাগিয়ে চলল প্রতিষ্ঠা দিবস পালন। এই ছবি উঠে এসেছে বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বস্তি পল্লী এলাকায় অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে বিজেপির কর্মীরা সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিজেপির প্রতিক পদ্ম ফুল আঁকছেন। এই সম্পর্কে বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জিকে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে জায়গাটায় প্রতিষ্ঠা দিবস বা হনুমান জয়ন্তী পালন হচ্ছে সেটি সরকারি জায়গা সেটি আমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং সরকারের টাকায় তৈরি করা হয়েছে। আর এখানেই বাচ্চা বাচ্চা শিশুরা পড়াশোনা করেন আপনারা ছবিতে দেখতে পাবেন যে ঘরটি তালা খুলে তারা প্রতিষ্ঠা দিবস পালন করছে সেই ঘরে এই বাচ্চা বাচ্চা শিশু গুলোর জন্য রান্না করা হয়। আমরা প্রশাসনিক ভাবে জানিয়েছি বিডিও ম্যাডাম এবং ওসি সাহেবকে ও এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ আমরা দায়ের করব।রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, বিজেপির যে কাজটি করেছে সেটি খুব অন্যায় হয়েছে কারণ একটি সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হনুমান জয়ন্তী বা প্রতিষ্ঠা দিবস পালন করা উচিত নয়। আপনারা হয়তো দেখেছেন হাইকোর্টের একটি রায় দিয়েছে সেই রায় আমাদের সবার মেনে চলা উচিত কারণ এরা কথায় কথায় কোর্ট দেখায় এবং আইন দেখায়। হনুমান জয়ন্তী যে কেউ পালন করতে পারে কিন্তু সেটা সরকারি কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নয়। এই পার্টিটা কোনরকম নীতি বা আদর্শ মেনে চলে না।