সোশ্যাল মিডিয়ার বাজারে চাহিদা কমেছে বাংলা নতুন বর্ষের ক্যালেন্ডারের।

0
139

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-সোশ্যাল মিডিয়ার বাজারে চাহিদা কমেছে বাংলা নতুন বর্ষের ক্যালেন্ডারের। বিভিন্ন ধরনের ক্যালেন্ডারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
আর কদিন বাদেই বাঙালির অন্যতম উৎসব হালখাতা। বাংলার নববর্ষ উপলক্ষে বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে গণেশ পূজার আয়োজন করা হয়। সারা বছরের বকেয়া মিটিয়ে নতুন করে শুরু হয় ব্যবসা। গণেশ পূজার পাশাপাশি হালখাতার আয়োজন করেন দোকানিরা। মিষ্টির প্যাকেটের পাশাপাশি বাংলা ক্যালেন্ডার দেওয়ারও রীতি রয়েছে।
তবে বিক্রেতাদের আক্ষেপ আগের তুলনায় বিক্রি কমেছে বাংলা ক্যালেন্ডার। সারা বছরে হালখাতার সময় কিছু ক্যালেন্ডার বিক্রি হয়। বর্তমানে ইন্টারনেট ও মোবাইলের বাজারে কমেছে কারেন্ডার বিক্রি।