ঔষধ খেতে মানা করলেন ডাক্তার বাবুরা, হলদিয়ায় আইএমএ এর এক অনুষ্ঠানে এমনটি মন্তব্য করলেন।

0
263

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা হাসপাতালের সামনে। ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস যা কিনা ৭৫ তম বর্ষপূর্তি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেডিকেল কাউন্সিল সংস্থা আইএমএ চৈতন্যপুর শাখার পক্ষ থেকে হলদিয়া মহাকুমা হাসপাতালের সামনে দিনটিকে উদযাপন করা হয়। শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার তরফ থেকে বিশিষ্ট চিকিৎসক ও সংস্থার সম্পাদক বিধান চন্দ্র রায়, ডঃঅরূপ রায়, ডঃ প্রশান্ত পাল, ডঃসুব্রত জানা, ডঃ মলয় পাত্র, ডক্টর অসিত ভূঁইয়া, ডক্টর প্রশান্ত সিনহা ও মেডিকেল সমস্যার সঙ্গে যুক্ত নার্স এবং টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
দিনটিকে উদযাপিত করার জন্য একটি স্লোগান তৈরি করা হয়। স্লোগানটি হল, সকলের জন্য স্বাস্থ্য,হেলথ ফর অল। বিভিন্ন ডাক্তার বাবুরা সচেতনতা মূলক কিছু বক্তব্য রাখেন। এছাড়া সন্ধ্যায় বেশ কিছু সিনিয়র সিটিজেনদের নিয়ে একটি অনুষ্ঠান রয়েছে বলে জানায়। পরীক্ষা মূলক চিকিৎসা মূলক বিশেষজ্ঞ মূলক চিকিৎসা ব্যবস্থা পরিকাঠামো নেই সেভাবে। রোগীর ঔষধ খাবার প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় চিকিৎসকের নির্দেশেই ঔষধ খেতে হয়।