নিখোঁজ হয়ে যাওয়া বছর চব্বিসের এক পিতাহারা মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিল জয়পুর থানার পুলিশ।

0
251

আবদুল হাই, বাঁকুড়াঃ – জয়পুর থানার পুলিশের আবারো বড় সাফল্য । গত ছমাস আগে নিখোঁজ হয়ে যাওয়া বছর ২৪ এ প্রশান্ত মাইতি নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিলেন জয়পুর থানার পুলিশ। ওই যুবকের নাম প্রশান্ত মাইতি বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ছোটবালা গ্রামে। ওই যুবক তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান বাড়ির আশপাশ এলাকা থেকে। বাড়িতে দেখভাল বলতে বৃদ্ধ দাদু রয়েছে, বাবা নেই, বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে। কিন্তু বাবা মারা গেলেও দাদু বুঝতে দেয়নি তার বাবা নেই ছোটবেলা থেকেই মানুষ করেছেন কোলে পিঠে করে খোটা দিয়ে সেই নাতি হারিয়ে যাওয়ায় কান্নায় বুক ভরে গিয়েছিল আশপাশ এলাকা অনেক খোঁজাখুঁজি করলেও খুঁজে না পাওয়াই শেষমেশ চন্দ্রকোনা থানায় মিসিং ডায়েরি করেন। সেই খবর চারিদিকেই ছড়িয়ে পড়ে, মিসিং হয়ে যাওয়ার খবর জয়পুর থানার পুলিশের কাছেও খবর আছে আর সেই খবর পাওয়া মাত্রই জয়পুর থানার পুলিশ তন্ন তন্ন করে জয়পুর ব্লক এলাকায় খুঁজতে থাকেন অবশেষে গত ছয় তারিখে প্রশান্ত মাইতি বলে বছর ২৪ এর যুবককে উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে আসে। আজ ওই যুবককে তার দাদু ও বাড়ির লোকের হাতে তুলে দিলেন জয়পুর থানার পুলিশ। জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ণ পাল ও তার সহকর্মী আধিকারিক থেকে শুরু করে জয়পুর থানার পুলিশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান বাড়ির লোকেরা। কারণ এই রকম একটি পিতাহারা যুবককে উদ্ধার করে সন্তানহারা পিতা অর্থাৎ দাদুর হাতে নাতিকে তুলে দিলেন।