কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- এই আধুনিক যুগেও অন্ধকারে পড়েছিলেন এতদিন ধরে। এবার সেই সমস্যার সমাধান করল রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতর। শুধুমাত্র ৬ টি পরিবারের জন্য মাইলের পর মাইল খুটি পুতে তার লাগিয়ে আলো পৌঁছে দেওয়া হল। আর বিদ্যুতের আলো পেয়ে বেজায় খুশি সেখানকার বাসিন্দারা। কালজানি নদী কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব দেউরি পাড়া এলাকার ওই জনবসতি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই দীর্ঘ চেষ্টার পরেও বিদ্যুৎ সংযোগ নিতে পারেন নি এখানকার বাসিন্দারা। ফলে সেখানকার জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠেছিল অনেকের। তাই এক সময় এক এক করে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে বাড়ি করে নেন। নিজেরদের চাষের জমি, পূর্ব পুরুষদের ভিটে মাটির টানে যেতে পারেন নি ওই ৬ টি পরিবার। সম্প্রতি সেখানকার এক বাসিন্দা এসে আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মণকে বিষয়টি জানান। এরপরেই ওই শ্রমিক সংগঠনের বিদ্যুৎ পরিবহণ দফতরের শাখা সংগঠনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন পরিমল বাবু। বিদ্যুৎ বণ্টন দফতরের কোচবিহার ডিভিশনের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাসকে নিয়ে ওই গ্রামে যান পরিমল বাবু। তারপর থেকেই শুরু হয় ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছানর কাজ। তুফানগঞ্জের দিক থেকে দীর্ঘ পথ খুটি ও তার লাগিয়ে অবশেষে গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘ দিন পরে এলাকায় বিদ্যুৎ সংযোগ আশায় খুশি সেখানকার বাসিন্দারা
Home রাজ্য উত্তর বাংলা যুগ যুগ ধরে অন্ধকারেই পড়েছিলেন বাসিন্দারা, অবশেষে গ্রামে জ্বলল বিদ্যুতের আলো।