৩০০শো তম ব্লাড ডোনেশন ক্যাম্প করার শিখরে পৌছালো লাওন্স ক্লাব অফ তেরাই।

0
322

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মানুষের সেবায় নিযুক্ত হয়েছিল ২০০৫ সালে। তার পর থেকেই ৩০০শো তম ব্লাড ডোনেশন ক্যাম্প করার শিখরে পৌছালো লাওন্স ক্লাব অফ তেরাই।শুক্রবার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীর উপস্থিত হয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সূচনা করেন।পাশাপাশি লায়ন্স ক্লাব অফ তেরাইকে শুভেচ্ছা ও আগামীতে তাদের সাফল্য কামনা করেন।
টার্গেট কঠিন হলেও ৩৬৫ দিন রক্তাদান শিবির অনুষ্ঠিত করাই হবে তাদের লক্ষ্য,আর সেই লক্ষ্য নিয়েই আগামীতে তাদের কাজের গতি বাড়াবার কথা জানান,,সংস্থার চেয়ারম্যান ও সভাপতি।