নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুরুষ নয়, রক্তদানে শুধুই মহিলাদের অধিকার। রানাঘাটে অভিনব রক্তদান। রক্ত দান মহৎ দান আন্তর্জাতিক নারী দিবস ও বিশ্ব স্বাস্থ্য দিবসকে স্মরণ রেখে নদীয়ার রানাঘাট লায়ন্স ক্লাব (ওয়েস্ট)-এর মহিলাদের সাব কমিটি পূরবীর পক্ষ থেকে রবিবার আয়োজন করা হয়েছিল এক অভিনব রক্তদান শিবির। যে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন শুধুমাত্র মহিলারাই। ওই রক্তদান শিবিরে আমন্ত্রিত অতিথিরাও মহিলাই। রানাঘাট লায়ন্স ক্লাব ওয়েস্ট-এর অডিটোরিয়ামে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। শুধুমাত্র মহিলারাই ওই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন।পূরবীর পক্ষ থেকে বিজয়া রায় জানিয়েছেন,’গত প্রায় ১০-১২ বছর ধরেই আমরা নারীদের রক্তদান শিবিরের আয়োজন করে আসছি। এই শিবিরে নারীরা স্বেচ্ছায় এসে রক্ত দান করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন নারী স্বেচ্ছায় রক্তদান করেছেন। বেলা বাড়লে সংসারের কাজ সেরে অনেক নারী রক্তদান করতে এসেছেন। এই শিবিরে আমরা আমন্ত্রিত অতিথিদের মধ্যে নারীদেরই রেখেছি। আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন রানাঘাট মহকুমা আদালতের দ্বিতীয় কোর্টের বিচারক শ্রীময়ী চক্রবর্তী, রানাঘাট মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক অনুশ্রী গোস্বামী, স্থানীয় কাউন্সিলর সুচরিতা ঘোষ। এছাড়াও আমন্ত্রিত করা হয়েছে রানাঘাট মহিলা থানার ওসি, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ বর্ণালীদে রায়সহ বেশ কয়েকজনকে। যথেষ্ট সফল হয়েছে আমাদের রক্তদান শিবির।’লায়ন্স ক্লাবের পক্ষে অজয় চট্টোপাধ্যায় জানিয়েছেন,’বিগত বেশ কয়েক বছর ধরেই আমরা এই ধরনের কাজ করে আসছি। বছরে অন্তত আমাদের এখানে চারটি শিবির হয়ে থাকে। এছাড়াও বাইরেও বেশ কয়েকটি ক্যাম্প করা হয়। আমাদের মহিলা সংগঠন পূরবী এবার নারীদের রক্তদান শিবিরের আয়োজন করেছে। তাতে আমরা ভীষণ উৎসাহিত। লায়ন্স ক্লাবের সুস্মিতা প্রামাণিক বলেন এমন ধরনের রক্তদান করতে পেরে খুশি এই রক্তের মাধ্যমে অনেক মানুষের কাজে লাগবে তারা উপকৃত হবেন। জীবনে প্রথম রক্ত দান করলেন প্রিয়াঙ্কা ভৌমিক শীল জানালেন জীবনে প্রথম রক্ত দিতে পেরে ভালো লাগছে। আমার রক্ত মুমূর্ষ রুগীদের কাজে লাগবে
Home রাজ্য দক্ষিণ বাংলা আন্তর্জাতিক নারী দিবস ও বিশ্ব স্বাস্থ্য দিবসকে স্মরণ রেখে পূরবীর পক্ষ থেকে...