নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এসএসসির কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় নদীয়ার ফুলিয়ার বেলের মাঠের মেয়ে বনশ্রী বসাক এ বছর সর্বভারতীয় ক্ষেত্রে ২২ রাঙ্ক করেছে। রাজ্যের মধ্যে তার স্থান সর্বোচ্চ। এর আগে বনশ্রী একই পরীক্ষায় ৬৯৪ রাঙ্ক করেছিলেন। তার ভিত্তিতে প্রায় দুমাস ধরে এজি বেঙ্গলের ডিভিশনাল একাউন্টেন্ট পদে চাকরি করছেন। এবার তিনি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে চাকরি করবেন। বনশ্রীর বাপের বাড়ি ফুলিয়া চটকা তলায়। মাস তিনেক আগে ফুলিয়ার বেলের মাঠের বাসিন্দা অভিজিৎ পালের সঙ্গে তার বিয়ে হয়েছে। আগাগোড়াই ভালো ছাত্রী বলে তার পরিচয় রয়েছে। শান্তিপুর কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। বনশ্রী জানিয়েছেন,’এসএসসির কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য তিনি দিনে ৭-৮ ঘন্টা ধরে প্রস্তুতি নিতেন।’যদিও আগের চাকরি করবেন নাকি নতুন চাকরি করবেন, সেই বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, বলেই জানিয়েছেন। যদিও সর্বভারতীয় পরীক্ষায় তার এই ফলাফলের জন্য তিনি স্বাভাবিকভাবেই খুশি। স্ত্রীর সাফল্যে খুশি অভিজিৎ পাল। বনশ্রী র বাবা সঞ্জয় বসাক জানিয়েছেন,’আগাগোড়াই আমার মেয়ে পড়াশোনায় ভালই। নিজের উদ্যোগেই করে এসেছে পড়াশোনা। বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করে এসেছে। স্বাভাবিকভাবে মেয়েরই ফলাফলে আনন্দিতই হচ্ছি। এখন বিবাহিত জীবনে চাকরি-বাকরি করে ও সুখে থাকুক,সেটাই চাই।
Home রাজ্য দক্ষিণ বাংলা এসএসসির কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় নদীয়ার ফুলিয়ার বনশ্রী বসাক এ বছর সর্বভারতীয়...