আবদুল হাই, বাঁকুড়াঃ চৈত্রের শেষ সপ্তাহে প্রখর দাবদাহে পুড়ছে মাঠ ঘাট,গলি থেকে রাজপথ। বৃষ্টির দেখা নেই, দক্ষিণবঙ্গে আরো তাপমাত্রা বাড়বে বলে জানা গেছে।এখন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রোজা পালন করছেন। পানীয় জলের কষ্টে প্রতি বছর বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় মানুষদের নাভিঃশ্বাস ওঠে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জিনকড়া সংলগ্ন এলাকার দেবখালের উপর দীর্ঘ দিন পাইপ লাইন লিকেজের কারণে হু হু করে জল পরছে। ঢালায়ের গা বেয়ে ঝড়নার মতো জল পড়েই চলছে সেই খবর অনেক দিন আগেই দেখানো হয়েছিল। কিন্তু কোন কাজ হয়নি।পি এইচ ই দপ্তরের কর্তা ব্যক্তিদের টনক নড়েনি।আজ আর একবার সেই একই পানীয় জল অপচয়ের চিত্র তুলে ধরা হলো।দেখা যাক পি এইচ ই দপ্তরের হুঁস ফিরে কিনা।