কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দলের সাথে টেক্কা দিতে ময়দানে নেমেছে সমস্ত বিরোধী দলগুলো। কিন্তু পিছিয়ে নেই বিভিন্ন দলের মহিলা সংগঠন গুলিও। এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে এবং মহিলা সংগঠনকে শক্তিশালী করতে মহিলা কর্মীদের নিয়ে বৈঠক বিজেপির মহিলা মোর্চার। এদিন ওই বৈঠক অনুষ্ঠিত হয় কোচবিহার জেলা বিজেপির সদর দপ্তরে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ,দীপা চক্রবর্তী সহ বিভিন্ন ব্লকের মহিলা সংগঠনের নেতৃত্বরা।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ জানান, বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর অত্যাচার করেছে। তার থেকে শিক্ষা নিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচনে পুরুষ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার শক্তি যোগানোর এবং মহিলাদের একত্রে করে সংগঠনকে শক্তিশালী করে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে জেলার মহিলাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করা হচ্ছে বলে জানা গিয়েছে।