মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন প্রসঙ্গে যা বলেন:-
১) দিল্লিতে ১ কোটি চিঠি পাঠানো এবং রাজ্য থেকে লোক নিয়ে গিয়ে দিল্লি স্তব্ধ করার অভিষেকের হুঁশিয়ারি:- দিল্লিতে গিয়ে কোনও লাভ হবে না। দিল্লি স্তব্ধ করার মতো দম তৃণমূলের নেই। যে এক কোটি চিঠি লিখবেন বলছেন সেই চিঠিতে যেন কেন্দ্রের দেওয়া দু’লক্ষ ২৯ হাজার কোটি টাকার হিসেবও লেখা থাকে। কটাক্ষ দিলীপ ঘোষের। দিল্লি না গিয়ে বরং ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলুন। যাঁরা ধারনায় বসেছেন তাঁদের সমস্যা মেটান। পরামর্শ বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতির।
২) কুর্মিদের আন্দোলন ও সমস্যা প্রসঙ্গ:- কুর্মিদের আন্দোলন মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার। অবরোধ করে কোনও লাভ হবে না। রাজ্যের উচিত কুর্মিদের সমস্যা নিয়ে কেন্দ্রকে চিঠি লেখা। জঙ্গলমহলে যাঁরা আন্দোলন করে ব্যর্থ হয়েছেন। হয়তো তাঁরাই এই আন্দোলনের পিছনে রয়েছে। জঙ্গলমহলে উন্নয়নের জন্য যে টাকা এসেছিল সেই টাকা ফেরত গিয়েছে। উন্নয়নের কাজ করতে পারেনি রাজ্য সরকার। রাজ্য হিসেব দিতে পারছে না। আর কেন্দ্র হিসেব না পেলে টাকা দেবে না, এটাই গাইডলাইন।
৩) বিজেপিতে যোগ দেওয়ার জন্য আদিবাসী মহিলাদেরকে দোন্ডি কাটিয়ে অপরাধ করেছে অমানবিক কাজ করেছে তৃণমূল কংগ্রেস।
৪) পঞ্চায়েত ভোটে বিজেপি কোথাও কারও সঙ্গে জোট করবে না। জোট ছাড়াই বাকিদের হারিয়েছি। তৃণমূলকেও হারাবো মন্তব্য দিলীপের। বিজেপির বুথ স্বশক্তিকরন অভিযান লাগাতার চলবে বলেও জানান।
৫) রামনবমী, মহাবীর জয়ন্তীতে রাজ্যের ছুটি নই কেন, প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।