সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির কনভেনশন।

0
364

জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- লুটের পঞ্চায়েত বন্ধ হোক, প্রতিষ্টা হোক সাধারণ মানুষের পঞ্চায়েত। সেখানে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার তৈরী হোক। এই বার্তা নিয়ে রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির কনভেনশনে এই বার্তা দেওয়া হয়। কদমতলাতে অবস্থিত নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তরে এই কনভেনশনটি অনুষ্ঠিত হয়েছিল। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত মহিলা প্রতিনিধি রা‌।