চিকিৎসা গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ, উত্তেজনা বালুরঘাট জেলা হাসপাতালে।

0
156

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চিকিৎসা গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ। উত্তেজনা বালুরঘাট জেলা হাসপাতালে। হাসপাতালে অব্যবস্থার অভিযোগ তুলে সরব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কুমারগঞ্জের মথুরাপুরের বাসিন্দা এক বছর উনিশের গৃহবধূকে এদিন বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। অপারেশান থিয়েটারে ওই প্রসূতির মৃত্যু হয়। দীর্ঘক্ষণ পরে চিকিৎসক আসার দরুণ ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিকেলে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি খোঁজ নেন ঘটনার। এরপরেই তিনি এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দেন। দ্রুত তদন্ত করে দোষী চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হুঙ্কার দেন তিনি।