দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট : সেদিনের ওই আদিবাসি মহিলাদের আজ বালুরঘাট আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে নিয়ে আসে পুলিশ।এরপর তাদের
কলকাতা থেকে আসা রাজ্য মহিলা কমিশনের সদস্যদের সামনে উপস্থিত করে পুলিশ। এর আগে তারা সাজ সকালে বালুরঘাটে এলেও তারা তাদের দেখা না মেলায় সার্কিট হাউসে বসে থাকেন।
বিকেলের পর আদালতে ওই মহিলাদের জবানবন্দির কাজ শেষ হলে তাদের সার্কিট হাউসে নিয়ে আসা হয়।।
মহিলা কমিশনে ওই মহিলাদের নিয়ে কথা বলল
তারপর বাইরে বেড়িয়ে এক সদস্যা যা বললেন সবই ওদের ইন্টারন্যাল রিপোর্টে থাকবে প্রকাশ্যে বলা যাবে না। তবে আর্থিক ক্ষতিপুরনের ব্যবস্থ্যা করা হবে বলে জানান তিনি।
সব মিলিয়ে এই কান্ড নিয়ে দক্ষিন দিনাজপুর জেলা সরগরম। নিন্দার ঝড় সব মহলেই
Home রাজ্য উত্তর বাংলা সেদিনের ওই আদিবাসি মহিলাদের আজ বালুরঘাট আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে...