মনিরুল হক, কোচবিহার: অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারের জেলা তৃনমুল নেতাদের ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন করেন যে কেন এখনও জেলা কমিটি ঘোষণা করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন। সেই ধমকের কয়েক ঘন্টা কাটতে না কাটতে কোচবিহার জেলা তৃনমুল কার্যালয়ে বৈঠকে বসেন জেলা তৃনমুল নেতারা। এদিন এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গীরিন্দ্রনাথ বর্মন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ, প্রাক্তন বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন, জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন,মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকার সহ অন্যান্য জেলার নেতৃত্বরা।
দলীয় সূত্রে জানা গেছে,গতকাল অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশের পর কোচবিহার জেলা কমিটি আজ বৈঠকে বসে। সেখানে জেলার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা করেন জেলার কোর কমিটির নেতারা। সেই কমিটিতে নতুন করে সিদ্ধান্ত করা হয় পুরোনো জেলার কমিটি তালিকাতে থাকা কিছু নাম সংশোধন করা হয়। তারপর ওই কমিটিতে বেশ কয়েকজনের নাম নতুন করে ঢোকানো হয়। সেই পূর্ণাঙ্গ কমিটি একটা তালিকা তৈরি করে আজ রাজ্য নেতৃত্বকে পাঠাতে হবে। সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই কমিটির নামের তালিকা রাজ্য নেতৃত্ব যদি অনুমোদন দেন তাহলে আমরা দুই দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারব।
বৈঠক শেষে জেলা তৃনমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “আজ কোচবিহার জেলার কোর কমিটির বৈঠক করি। সেই বৈঠকে আলোচনা করে নতুন কিছু নাম ঢুকিয়ে কিছু নাম পরিবর্তন করা হয়। সব মিলে জেলা কমিটির ৭০ জনের জেলা কমিটি তৈরি করে অনুমোদনের জন্য রাজ্যে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলেই জেলা কমিটির নাম ঘোষনা করা হবে।”