পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাগড়াগড় মিলন পল্লী এলাকায় রয়েছে একটি কালভার্ট। এই কালভার্টটি ভেঙ্গে দেয়ার অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য ফিরোজের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন পঞ্চায়েত সদস্যই এই কাজটি করেছেন। বিকল্প রাস্তা না করে কি করে এই কালভার্টি ভাঙ্গা হলো তা বারবার জানতে চেয়েছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা আক্রম করেসি বলেন, গ্রামবাসীরা আমাদের ফোন করে বলেন যে পঞ্চায়েত সদস্য ফিরোজ কালভার্টি ভেঙ্গে দিয়েছে। তোমরা একবার এসো আমরা ফোনে মাধ্যমে জিজ্ঞেস করি কি জন্য ভেঙে দিয়েছে গ্রামবাসীরা সদ উত্তর দিতে পারেননি। আমরা এখানে ছয় সাতজন যুবক আছে দেখি কালভার্টি ভেঙ্গে দেয়া হয়েছে মেরামতের জন্য। সত্যিই যদি মেরামতের জন্য কাল ভার্টি ভাঙ্গা হয় তাহলে বিকল্প কোন রাস্তা কেন করা হলো না। কারণ সামনে একটি প্রাইমারি এবং পিছনে একটি হাই স্কুল রয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা যাতায়াত করে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে কি তার দায়িত্ব পঞ্চায়েত সদস্য নেবেন। অপরদিকে সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল ঘোষ বলেন, আমরাই পঞ্চায়েত থেকে ওই কালভার্টটি নির্মাণ করেছিলাম। কালভার্ট টা একটু খারাপ অবস্থা হয়ে গেছিল তাই মেরামত করার জন্য পঞ্চায়েত সদস্য আমাদের কাছে প্রস্তাব রাখেন। ওয়াক অর্ডার হয়ে গেছে দুয়ারে সরকার চলছে বলে তাই কাজটা হয়নি। কিন্তু কালভার্টটি যে ভেঙে দিয়েছে সেটি আজকেই জানতে পারলাম এবং কালভার্টি কে ভেঙেছে সেটি বলতে পারব না। যখন সমস্যা হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা কালভাট ভেঙে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।