নিজস্ব সংবাদদাতা, মালদা-:- চৈত্র মাস উপলক্ষ্যে গাজোলে গাজনের সঙ সেজে নৃত্য শুরু হয়েছে। চড়কপুজোর আগে পর্যন্ত টানা চলবে গাজন।মা কালী,শিব,দুর্গার সঙ সেজে চলছে নৃত্য। এর পাশাপাশি দলের ভক্তরাও ঘুরে ঘুরে নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধাভরে ছত্রিশ কোটি দেবতার পুজো ও মহিমার কথা প্রচার করছেন। এই দৃশ্য দেখতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ প্রবল লক্ষ্য করা গেছে। ভক্তদের মধ্যে নরেশ মন্ডল আশুতোষ মন্ডল বলেন, জেলার নালাগোলা থেকে মালদার বিভিন্ন এলাকায় এসে দেব-দেবতার মুখোশ পড়ে প্রভুর মহিমা প্রচার করছি। ব্যাপক সাড়া পাচ্ছি আমরা।