পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে স্বসহায়ক দলের মহিলাদের উন্নয়নে এবং নারীর আর্থ সামাজিক উন্নতির জন্য জোর দিচ্ছেন। সেখানে তার দলের তৃনমূল মহিলা পূর্ব মেদিনীপুর জেলা সভানেত্রী শিবানী দে কুন্ডু ও নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দের বিরুদ্ধেই নন্দকুমার ব্লকের স্বসহায়ক দলের সভানেত্রী জোরদার অভিযোগ আনলেন। অফিসে ডেকে হুমকি, অশালীন আচরণ এবং জোর করে প্যাডে মুচলেকা লিখে নেওয়ার এবং তুলে আছাড় মারা ও মেরে হাতে লাঠি ধরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগের আঙুল তুলেছেন। এবং নন্দকুমার ব্লকের বিডিও নিকট বিস্তারিত ভাবে এই অপমানের কথা লিখিত ভাবে দায়ের করেছেন আনন্দধারা স্বসহায়ক দলের নেত্রী রেনুকারানী ভুঁঞ্যা। জানা গেছে, এই ঘটনায় মদত দিয়েছেন বর্তমান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিব্প্রসাদ বাবুও। স্বাভাবিক ভাবেই এই নিয়ে ব্লক জুড়ে হৈচৈ পড়েছে। সামনে পঞ্চায়েত ভোটের মুখে মহিলা জেলা সভানেত্রী শিবানী দে ও বিধায়ক সুকুমার দের এ হেন আচরনে তৃনমূল কংগ্রেসের দলের মধ্যেই ক্ষোভ সঞ্চার হয়েছে। যার প্রভাব ভোটে পড়বে বলেই ওয়াকিবহল মহলের ধারনা। এই ঘটনা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সী অভিযোগ জমা পড়েছে বলে স্বীকার করে নিয়েছেন। এবং সরকারি ভাবে তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বিকার করেছেন নন্দকুমার এর বিধায়ক সুকুমার দে ও মাহিলা সভানেত্রী শিবানী দে কুন্ডু। তাদের দাবি, এই রকম কোন ঘটনাই ঘটেনি। তাদের কে বদনাম করার জন্য চক্রান্ত করা হচ্ছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা জেলা তৃণমূলের সভানেত্রী এবং নন্দকুমারের বিধায়কের উপর স্বসহায়ক দলের মহিলাদের হুমকির অভিযোগ,...