লাল ঝান্ডা ছেড়ে তৃনমূলে যোগদান কে ঘিরে শুরু রাজনৈতিক তরজা।

0
160

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- লাল ঝান্ডা ছেড়ে তৃনমূলে যোগদান কে ঘিরে শুরু রাজনৈতিক তরজা।তৃনমূলে যোগদান ভুয়ো বলে কটাক্ষ সিপিআইএম এর।জানা যায়, মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর-১(বি)
ব্লক আই এন টি টি ইউ সি’র সভাপতি আব্বাস আলীর হাত ধরে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা নয়াটোলা বুথের ১৫ টি পরিবার তুলসীহাটা দলীয় কার্যালয়ে যোগদান করেন বলে দাবি।তবে এই যোগদান কে সরকারি ভুয়ো বলে দাবি করেছেন বাম নেতা জুগেস রাম।

উল্লেখ্য,শুক্রবার তুলসীহাটা বিবেকানন্দ মোড়ে ছিল বাম-কাংগ্ৰেস জোটের যোগদান সভা।এই যোগদান সভায় তৃনমূলের প্রায় শতাধিক ভোটার কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করেন কংগ্রেসের।আর এই যোগদানের পাল্টা যোগদান কর্মসূচি করেন আব্বাস আলী।

সভাপতি আব্বাস আলী জানান,তুলসীহাটা নয়াটোলা বুথের ১৫ টি সিপিআইএম পরিবার তার হাত ধরে এদিন তৃনমূলে যোগদান
করেছে।মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তাদের এই যোগদান। তুলসীহাটার মাটিতে সিপিআইএম এর কোনো অস্তিত্ব নেই।সামনে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম কোন আসন পাবেন না বলে দাবি।

অপরদিকে বাম নেতা জুগেস রাম জানান, তৃনমূলের ভাঙ্গন শুরু হয়েছে।নিজের দলের লোককে দলীয় পতাকা ধরিয়ে ভুয়ো যোগদান দেখিয়ে ভোট ব্যাংক বাড়াতে চেয়েছে তৃনমূল।তুলসীহাটা নয়া টোলা বুথে একটি মাত্র সিপিআইএম পরিবার রয়েছে।সে এখনো লাল মাটিতে রয়েছে।