সলিড ওয়েষ্ট মেনেজমেন্ট প্রকল্প বন্ধ জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে, ফের চালুর দাবীতে মুখ্যমন্ত্রীকে দাবি পাঠালো এলাকার বাসিন্দারা।

0
225

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি পৌরসভার অন্তরগত বারো নম্বর ওয়ার্ডে বেশ কয়েক দিন ধরে সলিড ওয়েষট মেনেসমেন্ট বন্ধ অবস্থায় রয়েছে।এরফলে ওয়ার্ডের মধ্যে যারা বসবাস করেন তাদের বাড়ির নোংরা জমে যাচ্ছে।এই বিষয়ে পৌরসভার বিভিন্ন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ জেলা শাসক ও এমনকি মুখ্যমন্ত্রী কে স্মারক লিপি প্রদান করেন ওয়ার্ডের বাসিন্দা রা।এইদিন রাতে ঐ ওয়ার্ডের কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মনের হাতেও এক ই ধরনের সারক লিপি তুলে দেন ওয়ার্ডের বাসিন্দা রা। তাদের বক্তব্য বেশ কয়েক দিন থেকে বাড়ির নোংরা সিটিভ্যান নিয়ে যাচ্ছে না। এর ফলে বাড়ির পরিবেশে দূষণের মাত্রা বাড়ছে। এই বিষয়টি নিয়ে কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন বলেন নোংরা ফেরানোর জন্য সমস্যা হচ্ছে।হয়তো কয়েক দিনের মধ্যেই এর সমাধান হয়ে যাবে।