স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবার কম দেয়ার অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
135

আবদুল হাই, বাঁকুড়াঃ কেবলমাত্র খাবার কম দেয়ায় নয়, একে বারে নিম্ন মানের খাবার সহ স্কুলের গাছ বিক্রি,একাধিক দুর্নীতির অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে, ঘটনায় তোলপাড় এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের বেলে খালি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার থেকে শুরু করে খাবার কম দেয়া সহ একাধিক দুর্নীতি সাথে যুক্ত স্কুলের হেড মাস্টারমশাই বারবার অভিযোগ জানালেও কোন কর্ণপাতই করেনি এই মাস্টার মশাই। তাই স্কুল খোলা মাত্রই কয়েক শতাধিক গ্রামবাসী ঘিরে ধরে বিক্ষোভ দেখান।
সকাল থেকেই এই ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। আর এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় জয়পুর থানার পুলিশ জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং ওই স্কুলের প্রধান শিক্ষককে উদ্ধার করে, জয়পুর থানায় নিয়ে আসে বলেই জানতে পারা যায় তবে কি কারণে এমন ঘটনা কেনই বা এই ঘটনা ঘটলো কি বলছেন এলাকার মানুষ কি বলছেন স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং প্রধান শিক্ষক চলুন শোনাবো আপনাদের।