কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- প্রায় আট হাজার স্কুল বন্ধের প্রতিবাদে ও নতুন জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ এসএফআইয়ের। এদিন কোচবিহার শহরের সুনীতির রোড এলাকায় ওই অবস্থান বিক্ষোভ করেন তারা। ওই আন্দোলনের নেতৃত্ব দেন কোচবিহার জেলা এসএফআইয়ের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাঞ্জল মিত্র।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা এসএফআইয়ের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাঞ্জল মিত্র বলেন,
করনার সময় অর্থাৎ ২০২০ সালে যে জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। আর সেই শিক্ষানীতি আমাদের উপর জোর করে আরএসএস ও বিজেপি চাপিয়ে দিতে চাচ্ছে এবং আমাদের ইতিহাস ভুলে দেওয়ার চেষ্টা করছে। আর সেই আরএসএস বা বিজেপির সাথে হাত মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের যে নয়া জাতীয় শিক্ষানীতি চালু করতে চাইছে। আমরা এই নতুন জাতীয় শিক্ষানীতির বাতিলের দাবি জানাই। আর যদি এই শিক্ষা নীতি বাতিল না করে আমরা পরবর্তী কালে বৃহত্তর আন্দোলনে নামব।