এরা যারা দুর্নীতি করেছে এখানে তাদের আত্মীয়-স্বজন চাকর বাকর এমনকি বিড়াল কুকুরও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে পুরো পরিবার সবাইকে ডাকার দরকার আছে,খড়গপুর থেকে মন্তব্য দিলীপ ঘোষের।

0
300

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এরা যারা দুর্নীতি করেছে এখানে তাদের আত্মীয়-স্বজন চাকর বাকর এমনকি বিড়াল কুকুরও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে পুরো পরিবার সবাইকে ডাকার দরকার আছে,নিয়োগ দুর্নীতিতে অয়নের বান্ধবী ও ছেলেকে তলব প্রসঙ্গ নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, পাশাপাশি তিনি আরো বলেন তারা যে সুবিধা ভোগ করছে সবই দুর্নীতির টাকায় সবাই সমান দোষী, তারা সবাই এই টাকার ভাগ পেয়েছে। তাই সবাইকে ডেকে জেরা করে জেলে ঢোকানো উচিত ।
বিধায়ক বিডিওর চেয়ারে বসে দলীয় বৈঠক সারছেন,
ওরা সরকারে আছে মনে সরকারি অফিস সম্পত্তি সবই নিজের মনে করে আর পার্টির জন্য ব্যবহার করে। পার্টি আর সরকার বলে আলাদা কিছু নেই। যেটা আমরা বলি সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। অন্যদিকে সৌমিত্র খা এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন
ঠিকই আছে যে পুলিশ অফিসাররা চামচাগিরি করছে টিএমসির, বিনা কারণে আমাদের কাজ আটকাচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে কেস দিচ্ছে, লোকের আবাস যোজনা টাকা, শৌচালয়ের টাকা আটকে রেখেছে এরাই তো করছে সব। আর বিনা কারণে আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে। নিশ্চয় সে কারণেই বলেছেন । অন্যদিকে রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ আসছেন, সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন
প্রতি মাসেই উনি আসছেন এবং আগামীদিনেও উনি আসবেন। আগামী লোকসভার প্রস্তুতির জন্যই উনি আসছেন। পাশাপাশি শিবপুর কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চেয়েছেন আদালত সেই প্রসঙ্গ নিয়ে এই দিন দিলীপ ঘোষ বলেন
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসছে তাদেরকে যেতে দেওয়া হোক তাহলে সত্য রিপোর্ট আসবে, পুলিশ মিথ্যা রিপোর্ট দিয়েছে। মমতা ব্যানার্জি যেটা বলছি, সেটাই পুলিশ করছে।
কোন দিকে পিছিয়ে গেল DA মামলার শুনানি,সেই নিয়ে তিনি বলেন হবেই একবার কোর্ট যখন বলে দিয়েছে এটা অধিকার আছে, তো আজ হোক কাল হোক সেটা স্বীকৃতি হবেই। সেজন্য এখানকার লোক এদের ডিএ চাইতে দিল্লি যেতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্য আর কি আছে ।
নির্বাচনী কংগ্রেস ও সিপিএমের জোট প্রসঙ্গে বলেন রাজ্যের মানুষ আমাদেরকে ভোট দিয়ে স্বীকৃতি দিয়েছে আর আমরা একারায় বিরোধিতা করছি তাতে যদি কেউ আসতে চায় আসতে পারে এরকমই মন্তব্য করলেন দিলীপ ঘোষ ।