ট্রাফিক কন্ট্রোল রুম ও হোর্ডিং সরানোর দাবী কমিটির।

0
4965

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ থেকে ৬বছর আগে শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এবং পৌরসভা, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় রঘুনাথপুর শহরের প্রাণকেন্দ্রে স্থাপিত হয় আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর পূর্নাবয়ব মূর্তি। এই মূর্তি স্থাপনের পর থেকেই ওই স্থান টি ক্ষুদিরাম চক হিসেবে খ্যাত। এমন কি এই মুর্তি রঘুনাথপুর শহরবাসীর কাছে অত্যন্ত গর্বের। অথচ সম্প্রতি কোন আলোচনা না করেই পুলিশ ডিপার্টমেন্ট মুর্তির একবারেই নিকটে ট্রাফিক কন্ট্রোল রুম তেরী করেছে যার উপর বিশাল মাপের বিজ্ঞানের হোডিং রয়েছে। যা এই মহান বিপ্লবীর প্রতি চুড়ান্ত অবমাননা করা হয়েছে। তারই প্রতিবাদে ছয়মাস আগে পুলিশ-প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু কোন কাজ হয়নি। কমিটি মনে করে এটা শুধু মুর্তিকে ঢেকে দেওয়ার অপচেষ্টা নয়, তাঁর চিন্তাকে জনমানস থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা। তাই আমরা আজ কমিটির পক্ষথেকে এই হোডিং সরিয়ে ফেলার দাবি জানিয়ে S.P, Dy.S.P(traffic)., SDPO, Raghunathpur , IC, SDO (R), Chairman কে মেইল করে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। কমিটি সম্পাদক লক্ষীনারায়ন সিনহা জানান….. এই হোডিং সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে তিনদিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় আগামী দিনে কমিটি বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকবে।