রাত পোহালেই নীল পূজো ও পহেলা বৈশাখ, স্নানঘাট গুলি এখনো রয়েছে বিপদজনক অবস্থায়।

0
334

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-রাত পোহালেই নীলের পুজো এই নীল পুজোকে কেন্দ্র করে শান্তিপুর বড়বাজার ঘাটে হাজার হাজার পূর্নাথীরা স্নান করতে আসেন, কিন্তু স্নান ঘাটটি বিপদজনক পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে। গত বছর নীল পুজোর দিন জলে নেমে এক যুবক তলিয়ে যায়, এবং পাশের স্টিমারঘাটেও তলিয়ে যায় দুই যুবক। যদিও তার পরে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে স্নান ঘাটে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, কিন্তু এবছর দেখা যাচ্ছে স্নান ঘাট গুলির অবস্থা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে, কিন্তু পৌরসভার পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি অবিলম্বে বিপদজনক জায়গা গুলিকে চিহ্নিত করে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হোক, না হলে আগামী নীল পূজো ও পহেলা বৈশাখের দিনে যে হাজার হাজার মানুষের ভিড় হয় সেখানে যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। তবে বিপদজনক জায়গাগুলিতে শুধুমাত্র পোতা হয়েছে বাসের খুঁটি, আর তাতে করে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব, প্রশ্ন স্নানঘাট গুলিতে স্নান করতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয়দের।