শহরকে জঞ্জালমুক্ত রাখাই লক্ষ্য প্রদীপ রহমানের।

0
150

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বর্ধমান পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পাওয়ার পরই শহরকে জঞ্জালমুক্ত করা একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এম সি আই সি প্রদীপ রহমান। বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাফাই কর্মীদের নিয়ে প্রতি বুধবার বৈঠক করে বর্ধমান পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এমসিআইসি প্রদীপ রহমান। বর্ধমান পৌরসভা বাসিকে তিনি জঞ্জালমুক্ত এবং প্লাস্টিক মুক্ত একটি শহর উপহার দিতে চান সেই জন্য তিনি তার লক্ষ্যে অবিচল। সেই মর্মে বুধবার ২১ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের নিয়ে বৈঠক করেন বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান। আজকের এই বৈঠক নিয়ে বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান বলেন, প্রতি বুধবারের মতো এ বুধবারেও ২১ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের নিয়ে আলোচনা করলাম। শহরকে জঞ্জালমুক্ত রাখাই আমার একমাত্র লক্ষ্য। আমি শহরের মানুষকে সুন্দর শহর উপহার দিতে চাই। তাই প্রতিনিয়ত সাফাই কর্মীদের সাথে আলোচনা করে যাচ্ছি।