নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কবি ভারভারা রাও-এর কসাই কবিতা অবলম্বনে রচিত একটি নাটক তাকে পরিবেশিত করতে বারণ করা হয়েছে। সেই কারণে তাকে রাতের অন্ধকারে মারধর করা হয়েছে। এমনকি তার নাট্যচর্চা কেন্দ্রের ঘরটি ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।এমনই বেশ কিছু অভিযোগ তুলে নদীয়ার রানাঘাট সৃজক নাট্য সংস্থার কর্ণধার অভিনেতা এবং পরিচালক নিরুপম ভট্টাচার্য পুলিশের কাছে অভিযোগ জানানোর পর উত্তপ্ত হয়ে উঠেছে নাট্য মহল। নিরুপম ভট্টাচার্য তার বক্তব্য সোমবার রাতেই একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।তার অভিযোগ, তাকে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তার বাড়ির সামনেই তাকে মারধর করেছেন। এমনকি, তার বাবা-মাকেও দেখে নেবার হুমকি দেওয়া হয়েছে। তিনি এবং তার পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের কাছে এমন অভিযোগ দায়ের করেন । তিনি সোশ্যাল মিডিয়ার তার প্রোফাইলে সোমবার যে পোস্ট করেছেন
। তার অভিযোগ, তার নাটকটি মঞ্চস্থ না করার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে রানাঘাটের নাট্যকর্মীদের মধ্যে। নাট্যকর্মীর উপর আঘাত হানা এবং তার নাটক পরিবেশনার করার ক্ষেত্রে বাধাদানের বিষয়ে নিরূপম ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছেন কয়েকজন নাট্যকর্মী ঠিকই। তবে রানাঘাট সংযুক্ত নাট্য সংসদ নিরুপম ভট্টাচার্যের পাশে দাঁড়ানি। ওই নাট্য সংসদের পদাধিকারী গোপাল মুখোপাধ্যায় স্পষ্ট বলেছেন,’নিরুপম ভট্টাচার্যকে নাটক মঞ্চস্থ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ সঠিক নয়। নিজেকে প্রচারের আলোয় আনার জন্যই তিনি কিছু মিথ্যাচার করছেন।’যদিও যার নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিরুপম ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস পরিচালিত আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবাশীষ কাহারের বক্তব্য,’নিরুপম ভট্টাচার্যের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। যখন তখন যে কারও সঙ্গেই তিনি তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। বুধবার সন্ধ্যায় রানাঘাট সংযুক্ত নাট্য সংসদের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে একটি জরুরী সভা ডাকা হয়েছে। কারণ ওই নাট্য সংসদের সঙ্গে যুক্ত রয়েছে নিরুপম ভট্টাচার্যের নাট্য গ্রুপ। রানাঘাট সংযুক্ত নাট্য সংসদ এখন এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।