নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- বসন্তকে ঠেলে সরিয়ে গ্রীষ্মের প্রবেশ কিছুটা দেরিতে হলেও, মাঠে নেমে হাফ সেঞ্চুরির কাছাকাছি, পারদ ছুঁয়েছে কোথাও 40 কোথাওবা তারো বেশি।
আবহাওয়া দপ্তরের সর্তকতার মধ্যে রয়েছে তাপপ্রবাহ বৃদ্ধির সাথে লু বওয়ার সম্ভাবনা। চিকিৎসকদের আশঙ্কা হিট স্ট্রোক।
এসি সিলিং ফ্যান ঠান্ডা পানীয়ের রমরমা।
ফলের মধ্যে , ডাব তরমুজের চাহিদা বৃদ্ধি।
বিক্রি বাড়লেও, তরমুজে লাভ পাচ্ছেন না কৃষক থেকে ব্যবসায়ীরা। তারা কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন পেট্রোলের অসম্ভব মূল্য বৃদ্ধিকে।
ফলন বৃদ্ধি হয়েছে যেমন তেমন চাহিদাও সৃষ্টি হয়েছে যথেষ্ট , কিন্তু পরিবহনের জ্বালানি হিসেবে পেট্রোল ডিজেলের অসম্ভব মূল্যবৃদ্ধি হয়েছে যথেষ্ট। সেই কারণে কুড়ি ২২ হাজার টাকার গাড়ি ভাড়া এখন লাগছে ৩৭ হাজার টাকা। ফলে লাভের ঘরে সিঁধ কাটছে পেট্রোল।
জেলার মধ্যে পুরুলিয়া রাজ্যের বাইরে উড়িস্যা থেকে রাজ্যের সর্বত্র সরবরাহ হয় এই তরমুজ। কৃষকরা মাঠে রাম পাচ্ছেন 10-15 টাকা। কেজিতে প্রায় পাঁচ ১০ টাকা লেগে যাচ্ছে বিভিন্ন জায়গায় পৌঁছাতে। অথচ ফলন বেশি এবং আমদানি বেশি হওয়ার কারণে পাইকারি বিক্রি হচ্ছে পনেরো টাকাতে, কখনো কখনো দাম নেমে যাচ্ছে ১০ টাকায়।
তবে চির পরিচিত কালচে সবুজ তরমুজের সাথে প্রতিযোগিতায় নেমেছে হালকা সবুজে ডোরাকাটা গাঢ় সবুজের দাগের খরমুজ।