নীল পুজো উপলক্ষে শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে কোলাঘাট রূপনারায়ণ নদীতে ভক্তদের ভীড় চোখে পড়ার মতো।

0
264

পূর্ব মেদিনপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার নীল পূজো উপলক্ষ্যে শিবের মাথায় জল ঢালার রীতিকে সামনে রেখে বুধবার বিকেল থেকেই শিবের মাতায় জল ঢালার জন্য পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ণ নদ থেকে বাঁকে করে জল তুলে নিয়ে গেলেন বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে ভক্তরা ।জানা গেছে পূর্ব মেদিনীপুরের হাউর,ক্সিরাই,পাঁশকুড়া, মানুয়া,পয়াগ,কুমারহাট,চিমুটিয়া সহ পশ্চিম মেদিনীপুরের দাশপুর,ভুবনেশ্বর সহ বিভিন্ন স্থান থেকে হাজারো পূর্ণার্থী ভিড় জমান কোলাঘাটের রূপনারায়ণ নদের একাধিক ঘাটে।দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই ছিলো পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে।। তবে পূর্ণার্থীদের সহায়তার জন্য এগিয়ে আসে একাধিক ক্লাব সংগঠন ও গ্রামের মানুষজন।কোলাঘাট স্কুল মোড়ে আগত পূর্ণার্থীদের খাওয়ারের ব্যবস্থা করা হয়।পাশাপাশি কুমারহাট পূর্ব পাড়ায় পূর্ণার্থীদের ফল ও জলদানের ব্যবস্থা করা হয়।এই সম্বন্ধে এক সমাজসেবী সংগঠনের কর্মকর্তা জানান আমরা প্রত্যেক বছরই এইরকম উদ্যোগ নিয়ে ভক্তদের উদ্দেশ্যে, তবে দীর্ঘ দুই বছর ধরে মহামারী ভাইরাসের জন্য বন্ধ ছিল ধর্মীয় রীতিনীতি,ফের স্বাভাবিক হতেই পুনরায় শুরু হয়েছে ধর্মীয় রীতিনীতি।