বাংলাদেশ সীমান্তবর্তী মানিকগঞ্জ বি.এফ.পি স্কুলের তোরণ উদঘাটন এবং মনীষীদের মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান।

0
184

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ সদর দক্ষিণ মন্ডলের অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী মানিকগঞ্জ বি.এফ.পি স্কুলের তোরণ উদঘাটন এবং মনীষীদের মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধন করেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, জলপাইগুড়ি ডি.পি.এস.সি-র চেয়ারম্যান লক্ষ্য মোহন রায়, প্রাথমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।অভিভাবক- অভিভাবিকা এবং এলাকার শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিত্ববর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানকে ঘিরে বাংলাদেশ সীমান্তবর্তী মানিকগঞ্জ এলাকায় বিশেষ সাড়া পরে। সংগীত,নৃত্যানুষ্ঠান,আবৃত্তি বক্তব্যে বিদ্যালয় প্রাঙ্গণের অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষক স্বপন বসাক বলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিশু কেন্দ্রিক বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টিকে গড়ে তোলার প্রয়াস দীর্ঘদিন থেকেই জারি রেখেছেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্রী নৃপতি ভূষণ রায় বলেন……..