ড. বি. আর আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী পালন।

0
233

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন একজন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, দার্শনিক, নৃতত্ত্ববিদ, আইনজ্ঞ এবং সমাজ সংস্কারক। যিনি দলিতদের অধিকারের জন্য এবং জাতপাতের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এছাড়াও তিনি নারী ও শ্রম অধিকারের একজন শক্তিশালী সমর্থক ছিলেন। ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী বা সাম্য দিবস হিসাবে পালিত হয় সামাজিক অধিকারের প্রবক্তার জন্মবার্ষিকী স্মরণে। তাই আজ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরে ডক্টর বি. আর আম্বেদকর মেমোরিয়াল কমিটির উদ্যোগে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সেঁজুতি সংস্থার সদস্য এবং সদস্যারা একটি দেশাত্মবোধক গীতি আলেখ্য পরিবেশন করেন। এই অনুষ্ঠান সপ্তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরের মতো আজকের দিনেও একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি রাজকুমার ফুলমালি, অধ্যাপক ডক্টর রবীন ঘোষ, ডক্টর বি. আর আম্বেদকর মেমোরিয়াল কমিটির সম্পাদক রতন চন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবী অরুণ চক্রবর্তী, স্বরুপ আচার্য, বিশিষ্ট কবি অলক দাঁ, তাপস চট্টরাজ, আলো সরকার সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক তথা কবি দীপক পৈতণ্ডি।