দুয়ারে সরকার সম্পর্কিত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক জেলা শাসকের।

0
111

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যের মুখ দেখা একটি অন্যতম উদ্যোগ দুয়ারে সরকার। ইতিমধ্যেই ষষ্ঠ দফা দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। যা গত ১ লা এপ্রিল থেকে আগামী ২০ তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প। একই সঙ্গে চলবে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিও। এবার দুয়ারে সরকারের ক্যাম্পে বাড়ানো হয়েছে সরকারি পরিষেবার সংখ্যাও। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহার জেলাতেও দুয়ারে সরকার শিবির নিয়ে তৎপরতা জেলা প্রশাসন। ‌শুক্রবার দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কোচবিহার লেন্স ডাউন হলে সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক পবন কাদিয়ান।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান,পহেলা এপ্রিল থেকে কোচবিহার জেলায় রাজ্য জুড়ে যেভাবে দুয়ারে সরকার হয়েছে কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প গুলি করছি আমরা।
এখানে গতকাল অব্দি যে সমস্ত ক্যাম্প গুলি করেছে তাতে তারা বিভিন্ন স্কিমে ভালো সাড়া পেয়েছে বলে জানায় তিনি।

পাশাপাশি তিনি জানান, দুয়ার সরকারের মাধ্যমে কয়েকটি নতুন সিমও করা হয়েছে। তার মধ্যে অন্যতম মেধাশ্রী রয়েছে। ভবিষ্যৎ বলে যাকে রেড কার্ড বলে রাজ্য বাজেটে ঘোষণা করেছে, সেটাও রয়েছে। এমনই বিভিন্ন স্কিম রয়েছে যেই স্কিন গুলো নতুন স্কিম। বিগত দশ দিনে সব থেকে বেশি যে পাঁচটি স্কিমে সাধারণ মানুষ এপ্লাই করেছে সেগুলি হল লক্ষ্মীর ভান্ডার, মেঘা মূল্য সামাজিক সুরক্ষা কেন্দ্র, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী এবং কৃষক বন্ধু।