বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে বিধায়ক খোকন দাস।

0
205

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বর্ষার সময় জল জমার সমস্যা দেখা দেয়। এই বর্ষার জল যাতে পৌরসভা এলাকায় এবং মানুষের যাতে কোনরকম সমস্যা না হয় তাই আজ জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে গেলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বিধায়ক খোকন দাস ছাড়াও প্রশাসনিক আধিকারিক তার সঙ্গে উপস্থিত ছিলেন। বিধায়ক খোকন দাস ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, ন্যাশনাল হাইওয়ে কাজ চলার জন্য বর্ধমান পৌরসভার যে ড্রেন গুলি রয়েছে সেগুলি বন্ধ হয়ে গেছে। তারফলে বর্ষার আগে বর্ধমান পৌরসভার ৭-৮টি ওয়ার্ডে জল জমার সমস্যা দেখা দেয় তা যাতে না হয় তার জন্য আমরা আজ পরিদর্শন করলাম। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। আমার সঙ্গে আজ সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিক বৃন্দরা উপস্থিত রয়েছেন। বর্ষার আগে যাতে ড্রেনগুলো ঠিক হয় এবং মানুষের যাতে সমস্যা তার জন্য খুব তাড়াতাড়ি ড্রেনগুলি মেরামতের কাজ শুরু হবে।