বালুরঘাটে সাড়ম্বরে পালিত হল চড়ক উৎসব।

0
387

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে সাড়ম্বরে পালিত হল চড়ক উৎসব। এদিন বালুরঘাটে ছিন্নমস্তা এলাকায় চড়ক উৎসবের আয়োজন হয়। মেলা ঘিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে। মেলায় উপস্থিত হন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। সকলকে চড়কের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান। নববর্ষের শুভেচ্ছা বার্তাও দিয়েছেন তিনি। উল্লেখ্য, ফাল্গুন মাসে বসন্ত উৎসব চলে যাওয়ার পরপরই শুরু হয় বাংলা নববর্ষকে আগমন জানানোর পালা। আর এই নববর্ষকে আহ্বান জানানোর অন্যতম মাধ্যম হচ্ছে গাজন উৎসব। চৈত্র মাস জুড়ে চলে এই উৎসব। আর মাসের শেষ বসে চড়কের মেলা। দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করেই এই উৎসব পালন করা হয়ে থাকে। পুরনো বছরের দুঃখ ও কষ্ট ভুলে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আগামী বছরে সুখ ও সমৃদ্ধির আশাতে মানুষ এই গাজন ও চড়ক উৎসবে সামিল হয়। মূলত নতুন বাংলা বছরে যাতে ভালো বৃষ্টি এবং ফসল হয়, তার জন্য মহাদেবের কাছে চাষের কাজে জড়িত মানুষেরাই এই উৎসব পালন করে।