মালদার রূপকার এ.বি.এ গনিখান চৌধুরীর প্রয়াণ দিবস পালন করল ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস।

0
124

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ভারতের প্রাক্তন রেলমন্ত্রী এবং বাংলা তথা মালদার রূপকার এ.বি.এ গনিখান চৌধুরীর প্রয়াণ দিবস পালন করল ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস। ফুল মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারী, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক সৌমিত্র সরকার, জাকির হোসেন, মহিলা নেত্রী প্রিয়াঙ্কা মুখার্জী রায়, তৃণমূল নেতা আব্দুল আজিজ আল আমিন, মোহাম্মদ অভিষেক, ছাত্রনেতা সুভাঞ্জন গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। শুক্রবার মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে গনি খান চৌধুরীর মূর্তিতে মালা পরিয়ে এবং পায়ে ফুল দিয়ে থাকে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্বরা। তারপর তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
তৃণমূলের শহর সভাপতির নরেন্দ্রনাথ বাবু বলেন, গনি খান চৌধুরী বাংলা তথা মালদার বহু কাজ করেছেন যা আজও স্মৃতি রূপে মানুষের মনে রয়ে গেছে। তার কাজের ধারা মানুষকে এখনো অনুপ্রাণিত করে। তাই গনি খান চৌধুরী মালদার মানুষের মনে সারা জীবন অমর হয়ে থাকবেন।