উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- হাজার টাকা নেওয়া বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তম আন্দোলনের হুমকি তৃণমূল কংগ্রেস শ্রমিক সংঠনের জেলা সভাপতি শেখর দাসের।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের রেল স্টেশন চত্বরে কালিয়াগঞ্জ শহর শ্রমিক সংগঠনের সভাপতি সজল সাহা এবং বুলোরো ও টেক্স মোটার শ্রমিক সংগঠনের সভাপতি নান্টু সাহার উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা।
কেন্দ্রীয় সরকার আধার সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে ও গরিব মানুষ ১০০ দিনের কাজের টাকা পাছে না এর বিরুদ্ধে পথ সভা ও ধিকার মিছিল।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল দলকে শক্তিশালী করা উদ্দেশ্যে । তৃণমূল
শ্রমিক সংগঠনের পক্ষে সভা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চিরালপাড়া অবস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস প্রাঙ্গনে আগামী ১৬ এপ্রিল কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়া অবস্থিত রানিং বুলেট ক্লাব ময়দানে বিশাল জনসভার আয়োজন করা হবে এই নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি টেলিফোনের মাধ্যমে জানালেন আগামী ১৬ এপ্রিল বিশাল জনসভায় আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে থাকছেন শশী পাঁজা মহাশয়া পশ্চিমবঙ্গ সরকারের নারি শিশু কল্যান ও সমাজ কল্যান পুর্ন মন্তী সহ অনান্য।
এই সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায়, আই এন টি টি উ সি জেলা সভাপতি সেখর দাস , আই এন টি টি উ সি ব্লক সভাপতি রাম দেব সাহানি, শহর শ্রমিক সংগঠনের সভাপতি সজল সাহা, বুলোরো ও টেক্স মোটার শ্রমিক সংগঠনের সভাপতি নান্টু সাহা, জেলা পরিসদের সদস্য দধি মোহন দেবশর্মা, সহ অনান্য।