অভিনব বর্ষবরণ, যমুনা বাঁধের জলে ১৪৩০ টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করলেন বিষ্ণুপুরের এক যুবক।

0
220

বাঁকুড়া, আব্দুল হাই:- এ যেন এক নতুন বর্ষবরণঅ, নতুন বছরেকে সেলিব্রেশন করার জন্য অনেকেই অনেক ধরনের পন্থা অবলম্বন করে থাকেন । কেউ মন্দিরে পুজো দিয়ে কেউ বা আবার নতুন জামা কাপড় পরে কেই বা বিভিন্ন প্রান্তে ঘুরে কোথাও বা পিকনিকের মুডে বাঙালি, কিন্তু বিষ্ণুপুরের এক যুবক সদানন্দ দত্ত অভিনব ভাবে নতুন বছরকে বরণ করে নিলেন । বিষ্ণুপুরের মল্ল রাজাদের ইতিহাস জড়িয়ে যমুনা বাঁধ, এই বাঁধের জলে ১৪৩০ টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত যা দেখতে ভিড় জমিয়েছে বিষ্ণুপুরবাসি । প্রতিবছরই বাংলা এবং ইংরেজির নতুন বছরকে এই ভাবেই বরণ করেন সদানন্দ দত্ত, ১৪২৮ সালে ১৪২৮ টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করেছেন ১৪২৯ সালে ১৪২৯ টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করেছেন সদানন্দ এবার ১৪৩০ সাল তাই ১৪৩০ টা ডুব দিয়ে নতুন বছরকে বরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ ।
সদানন্দ জানান তার এই অভিনব উদ্যোগ শুধুমাত্র গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলা, সেই লক্ষ্যে ১৪১৬ সাল থেকে প্রতিবছরই এই ভাবেই নতুন বছরকে বরণ করে চলেছে বিষ্ণুপুরের এই যুবক ।