দুবরাজপুর ভুপানন্দ মার্কেটে গণেশ পুজোর উদ্বোধন।

0
201

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-১লা বৈশাখের দিনে বা বাংলার অভিধানিক অর্থে বলা যেতে পারে হালখাতা শুভ সূচনা দিবস। এদিন বিভিন্ন জায়গায় লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। গণেশ হলেন সিদ্ধিদাতা । আর লক্ষ্মীদেবী ধনের দেবী হিসাবে পূজিতা ৷ এই কারণে দেবী লক্ষ্মীকে, গণেশের সঙ্গে পূজো করা হয়। লক্ষ্মীদেবী ধনের দেবী হিসাবে পূজিত হন ৷ এই কারণে দেবী লক্ষ্মীকে গণেশের সঙ্গে পূজো করা হয়। তাই প্রতিবছরের মতো এ বছরও পয়লা বৈশাখ উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের সব্জি ও ফল ব্যবসায়ীদের উদ্যোগে গনেশ পুজোর আয়োজন করা হয় দুবরাজপুর ভুপানন্দ মার্কেটে। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে গনেশ পুজোর সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য সহ দুবরাজপুরের সব্জি ও ফল ব্যবসায়ীরা। প্রবীর দত্ত নামে এক সব্জি ব্যবসায়ী জানান, আমরা প্রতি বছর সিদ্ধিদাতা গণেশ পুজো করে থাকি। বিগত ২৯ বছর ধরে এই পুজো করে আসছি। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, এখানে পয়লা বৈশাখের দিনে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে গণেশ পুজো করে আসছে। আজকের দিনে সকলের সুস্থ কামনা করি।