কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- বাঙালি সংস্কৃতি, ঐতিহ্যর তিনি ধারক-বাহক। তিনি বঙ্গীয় জীবন সাধনার অবিচ্ছেদ্য অঙ্গ। জীর্ণ-বিদীর্ণকে সরিয়ে ফেলে যিনি নতুনের আহ্বান করতে শিখিয়েছেন আপামরকে,সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আজ নববর্ষ। সেই নববর্ষের প্রথম দিনে কোচবিহার মদন মোহন বাড়িতে পুজো দিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বর্তমানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান।
জানা গেছে, বছরের মত এবছরও পহেলা বৈশাখে মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি সেখানে পুজো দিয়ে কোচবিহারের সকল নাগরিকের মঙ্গল কামনা করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন বলে জানা গেছে।
এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন,কোচবিহারের কুলোদেবতা মদনমোহন। সেই মদনমোহন বাবার কাছে বছরের শুরুতে এসে পুজো দিলাম। এবং ঠাকুর মদন মোহনের কাছে প্রার্থনা করে জেলার সব নাগরিকদের শুভ মঙ্গল কামনা করলাম। পাশাপাশি অশুভ শক্তির ধ্বংস হোক, শুভ শক্তির উদয় হোক।
তিনি আরও বলেন, নতুন বছরে মদন মোহন বাবার কাছে পুজো দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভালো থাকে সুস্থ থাকে তারজন্য প্রার্থনা করলাম।