উত্তর দিনাজপুর, রাধারানী হালদারঃ-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বয়রা কালিবাড়ি মন্দিরে মায়ের পূজো দিতে ভক্তদের লম্বা লাইন। প্রতি বছরের ন্যায় এ বছরও শুভ নববর্ষের দিনে বাঙালিরা বয়রা মায়ের পুজো দিয়ে নতুন বছর শুরু করলেন। ঐতিহ্যবাহী বয়রা মায়ের মন্দিরে দূর দুরান্ত থেকে ভক্তরা আসে সারা বছরই পূজো দিতে। নববর্ষের দিনেও তা ব্যতিক্রম ছিল না ভক্তদের ভিড় ছিল উপচে পড়ার মতো। ভক্তরা দীর্ঘক্ষন লম্বা লাইন দিয়ে গরমে দাঁড়িয়ে থেকে মাকে পুজো দিলেন। মায়ের মন্দিরের চলছে পুষ্পাঞ্জলি পুজো দেওয়ার পালা সাথে ব্যবসায়ীদের নতুন খাতার পূজো ও লেখা। বাংলা বছরের প্রথম দিনে পহেলা বৈশাখে সুখ শান্তি কামনায় মায়ের কাছে হাজির হয়েছেন ভক্তরা।মায়ের পূজো দিয়ে নতুন বছর পালন করতে চান সবাই যাতে সারা বছর সুখ শান্তিতে কাটাতে পারে সেই কারণেই বছরের প্রথম দিনে লম্বা লাইন মন্দিরে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই ভক্তরা আসেন মন্দিরে সকাল বেলা থেকেই শুরু হয়েছে পূজো ও পুষ্পাঞ্জলি। শুভ কামনায় ব্যবসায়ীরাও এদিন মায়ের কাছে খাতা পুজো করতে আসেন। মন্দির চত্বরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়ন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি রাস্তায় যাতে যানজট কম হয় সেই কারনে পুলিশ নজরদারি দে
Home রাজ্য উত্তর বাংলা বাংলা বছরের শুরুতেই ঐতিহ্যবাহী বয়রা মায়ের পূজো দিয়ে দিন শুরু করলেন ভক্তরা।