পঞ্চায়েত নির্বাচনের আগে মহকুমা সদর চাঁচলের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালালো চাঁচল থানার পুলিশ।

0
221

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-পঞ্চায়েত নির্বাচনের আগে মহকুমা সদর চাঁচলের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালালো চাঁচল থানার পুলিশ।এলাকায় যাতে শান্তি শৃংখলা বজায় থাকে।এবং এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে তাই বিশেষ সতর্কতামূলক হিসেবে পদক্ষেপ নিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,চাঁচল ছাড়াও কলিগ্রাম,জালালপুর,চন্দ্রপাড়া,বাহারাল সহ প্রতিটি পঞ্চায়েত এলাকায় স্নিফার ডগ নিয়ে অভিযান চালানো হয়েছে।পুলিশ জানায়,কোথাও কোন বোমা লুকানো অবস্থায় রাখে আছে কিনা তা জানার জন্য পুলিশ তৎপরতার সাথে অভিযান চালাচ্ছে।পুলিশ জানায়,ঝোঁপ ঝাড়ে ও পরিত্যক্ত এলাকায় বোমা মজুত রয়েছে কিনা, স্নিফার ডগের সাথে বোম স্কোয়াড টিম রয়েছে তল্লাশির জন্য।এদিন চাঁচল বাজারের বিভিন্ন প্রান্তের আনাচে- কানাচে,কোণে কোণে ও নেতাজি মোড় সহ কলেজ মোড়ে তল্লাশি চালানো হয়।পুলিশ সূত্র থেকে জানা গেছে, কোনো আগ্নেয়াস্ত্র বা বোমা উদ্ধার হয়নি।
পঞ্চায়েতের নির্বাচনের মুখে পুলিশের এই বিশেষ অভিযানের তৎপরতায় খুশি এলাকার মানুষজন,পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন সকলেই।